জেলা তথ্য অফিস সরকারের তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন একটি প্রচার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে বিশাল পশ্চাদপদ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সরকারের নীতিমালা, কর্মসূচি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং স্বাস্থ্য ও সামাজিক বিষয় সম্পর্কে অবহিতকরণ, শিক্ষিতকরণ ও উদ্বুদ্ধকরণই জেলা তথ্য অফিসের মূল উদ্দেশ্য। আন্ত:ব্যক্তিক বা সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সাথে জনগণের যোগসূত্র গড়ে তুলতে কাজ করে এই প্রতিষ্ঠান। বর্তমানে জনগণকে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে উদ্বুদ্ধ ও সচেতন করার জন্য তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক সম্পন্ন জেলা তথ্য অফিস এখনো আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষেত্রে একটি অনন্য ও বৃহত্তম প্রতিষ্ঠান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস